মক্কা ও জিদ্দার হাজীরা কি তাশরীকের রাত্রি মিনায় বাস করে দিনে নিজ নিজ বাসা বা ব্যবসায় ফিরে আসতে পারে?
তাশরীকের দিনগুলিতে মিনায় রাত্রিবাস ওয়াজেব। দিনবাস করা ওয়াজেব নয়। সুতরাং প্রয়োজনে মক্কা বা জিদ্দা গিয়ে ফিরে এসে মিনায় রাত্রিবাস করলে যথেষ্ট। তবে অবশ্যই মিনায় তাশরীকের দিনগুলিও বাস করা সুন্নত। অপ্রয়োজনে তা ছাড়া উচিৎ নয়। যেহেতু মহানবী (সঃ) ঐ দিনগুলিতে মিনায় বাস করেছেন। ৪৩১ (ইবনে উষাইমীন)