হজ্জে বেশি হাঁটাহাঁটির ফলে মোটা মানুষদের দু’পায়ের জঙ্গে লেগে ছিলে যায় এবং জ্বালাপোড়া শুরু হলে হাঁটতে বড় কষ্ট হয়। এদের জন্য কি আন্ডার-প্যান্ট পরা জায়েয হবে?
তাদের জন্য আন্ডার প্যান্ট পরা জায়েয় হবে না। তবে পট্টি বেঁধে নিতে পারে। আন্ডার প্যান্ট পড়তেই হলে ফিদয়্যাহ লাগবে; মক্কায় একটু ছাগল বা ভেড়া কুরবানী দিতে হবে অথবা ছয়টি মিসকীন খাওয়াতে হবে অথবা তিনটি রোযা রাখতে হবে। ৪২৯ (ইবনে উষাইমীন)