৪৬
আল-ওয়াসি' الواسع
অর্থঃ সর্ব-ব্যাপী, অসীম, ব্যাপক
✸ Al-Wasi'
- The Englober. The enricher, the Omnipresent, the Knowledgeable.
- The Englober. The enricher, the Omnipresent, the Knowledgeable.
আল-ওয়াসি‘ (অসীম, ব্যাপক)[1]
গ্রন্থকার রহ. বলেছেন, আল-ওয়াসি‘ হলেন, যিনি সিফাত, গুণাবলী ও এর সম্পৃক্ত সবকিছুতে এতোই প্রশস্ত ও ব্যাপক যে, কেউ তার প্রশংসা গণনা করতে সক্ষম হবে না; বরং তিনি নিজের প্রশংসা নিজে যেভাবে করেছেন তিনি সে রকমই, তিনি বড়ত্বে, ক্ষমতায়, মালিকানায়, দয়া, ইহসানে অসীম, প্রশস্ত। তিনি দয়া ও দানশীলতায় মহান।[2]
[1] এ নামের দলিল হলো আল্লাহর নিম্নোক্ত বাণী,
﴿وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ٢٦٨﴾ [البقرة: ٢٦٨]
“আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।” [সূরা আল-বাকারা, আয়াত: ২৬৮]
[2] আত-তাফসীর, ৫/৬৩১।