৯৮ সূরাঃ আল-বায়্যিনাহ | Al-Bayyina | سورة البينة - আয়াতঃ ৩
৯৮:৩ فِیۡهَا کُتُبٌ قَیِّمَۃٌ ؕ﴿۳﴾
فیها کتب قیمۃ ۳

তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান। আল-বায়ান

যাতে আছে সঠিক বিধান। তাইসিরুল

যাতে সু-প্রতিষ্ঠিত ব্যবস্থাসমূহ রয়েছে। মুজিবুর রহমান

Within which are correct writings. Sahih International

৩. যাতে আছে সঠিক বিধিবদ্ধ বিধান।(১)

(১) বলা হয়েছে যে, সে সমস্ত লিখিত লিপিসমূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে, তা সত্য, ইনসাফপূর্ণ ও সরল-সহজ। এ বিধি-বিধানই মানুষকে সরল পথের সন্ধান দেয়। এ প্রমাণ থাকলেই প্রমাণিত হয় কে প্রকৃত সত্যসন্ধানী। [সা'দী]

তাফসীরে জাকারিয়া

৩। যাতে আছে সঠিক-সরল বিধান। [1]

[1] এখানে كُتُب থেকে দ্বীনের হুকুম-আহকাম বা বিধান অর্থ নেওয়া হয়েছে। قَيِّمَة অর্থ হল মধ্যমপন্থী বা সরল-সঠিক।

তাফসীরে আহসানুল বায়ান