৯২ সূরাঃ আল-লাইল | Al-Lail | سورة الليل - আয়াতঃ ৬
৯২:৬ وَ صَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ﴿۶﴾
و صدق بالحسنی ۙ۶

আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আল-বায়ান

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, তাইসিরুল

এবং সদ্বিষয়কে সত্যজ্ঞান করলে – মুজিবুর রহমান

And believes in the best [reward], Sahih International

৬. এবং যা উত্তম তা সত্য বলে গ্ৰহণ করলে,

-

তাফসীরে জাকারিয়া

৬। এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করে। [1]

[1] অথবা উত্তম প্রতিদানকে সত্যজ্ঞান করে। অর্থাৎ, এ কথায় বিশ্বাস রাখে যে, দান করা এবং আল্লাহকে ভয় করার উত্তম প্রতিদান পাওয়া যাবে তাঁর কাছে।

তাফসীরে আহসানুল বায়ান