৮৮ সূরাঃ আল-গাশিয়া | Al-Ghashiya | سورة الغاشية - আয়াতঃ ২৬
৮৮:২৬ ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَهُمۡ ﴿۲۶﴾
ثم ان علینا حسابهم ۲۶

তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে। আল-বায়ান

অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ। তাইসিরুল

অতঃপর আমারই নিকট তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)। মুজিবুর রহমান

Then indeed, upon Us is their account. Sahih International

২৬. তারপর তাদের হিসেবা-নিকেশ আমাদেরই কাজ।

-

তাফসীরে জাকারিয়া

২৬। অতঃপর তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমারই উপর। [1]

[1] প্রসিদ্ধি যে, এই সূরার জওয়াবে ‘আল্লাহুম্মা হা-সিবনা হিসা-বাঁই য়্যাসীরা’ দু’আ পড়া হয়। এই দু’আটি নবী (সাঃ) কর্তৃক পড়ার কথা প্রমাণ আছে, যা তিনি কোন কোন নামাযে পড়তেন। যেমন, সূরা ইনশিক্বাকে এটা পড়ার কথা উল্লেখ হয়েছে। কিন্তু এই সূরাটির (শেষ আয়াতের) জওয়াবে এই দু’আটি পড়ার কথা নবী (সাঃ) থেকে প্রমাণিত নয়।

তাফসীরে আহসানুল বায়ান