৮২ সূরাঃ আল-ইনফিতার | Al-Infitar | سورة الإنفطار - আয়াতঃ ১৫
৮২:১৫ یَّصۡلَوۡنَهَا یَوۡمَ الدِّیۡنِ ﴿۱۵﴾
یصلونها یوم الدین ﴿۱۵﴾

তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে। আল-বায়ান

কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে। তাইসিরুল

তারা কর্মফল দিনে তাতে প্রবিষ্ট হবে; মুজিবুর রহমান

They will [enter to] burn therein on the Day of Recompense, Sahih International

১৫. তারা প্রতিদান দিবসে তাতে দগ্ধ হবে,

-

তাফসীরে জাকারিয়া

১৫। তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে।[1]

[1] অর্থাৎ, যে প্রতিদান ও শাস্তির দিনকে তারা অবিশ্বাস করত, সেই দিনেই নিজ নিজ আমলের প্রতিদান হিসাবে জাহান্নামে প্রবেশ করবে।

তাফসীরে আহসানুল বায়ান