৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াতঃ ৩১
৮০:৩১ وَّ فَاكِهَۃً وَّ اَبًّا ﴿ۙ۳۱﴾
و فاكهۃ و ابا ﴿۳۱﴾

আর ফল ও তৃণগুল্ম। আল-বায়ান

আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা। তাইসিরুল

ফল এবং গবাদির খাদ্য, মুজিবুর রহমান

And fruit and grass - Sahih International

৩১. ফল এবং গবাদি খাদ্য(১),

(১) أبّ শব্দটির উপরোক্ত অর্থ ইবনে আব্বাস ও উমর রাদিয়াল্লাহু আনহুম থেকে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। [সহীহ ইবনে খুযাইমাহ: ২১৭২]

তাফসীরে জাকারিয়া

৩১। ফলমূল এবং পশুখাদ্য। [1]

[1] أب সেই ঘাস ও লতাপাতা যা আপনা আপনি উদগত হয় এবং তা চতুষ্পদ জন্তুরা ভক্ষণ করে থাকে।

তাফসীরে আহসানুল বায়ান