সূরাঃ আন-নিসা | An-Nisa | سورة النساء - আয়াতঃ ৬৭
৪:৬৭ وَّ اِذًا لَّاٰتَیۡنٰهُمۡ مِّنۡ لَّدُنَّـاۤ اَجۡرًا عَظِیۡمًا ﴿ۙ۶۷﴾
و اذا لاتینهم من لدنـا اجرا عظیما ﴿۶۷﴾

আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে প্রদান করতাম মহাপুরস্কার। আল-বায়ান

সে অবস্থায় অবশ্যই আমি তাদেরকে আমার নিকট হতে মহাপুরস্কার দান করতাম। তাইসিরুল

এবং তখন আমি তাদেরকে অবশ্যই স্বীয় সন্নিধান হতে বৃহত্তর প্রতিদান প্রদান করতাম। মুজিবুর রহমান

And then We would have given them from Us a great reward. Sahih International

৬৭. আর অবশ্যই তখন আমরা তাদেরকে আমাদের কাছ থেকে মহাপুরস্কার প্রদান করতাম।

-

তাফসীরে জাকারিয়া

(৬৭) তখন আমি আমার নিকট থেকে তাদেরকে নিশ্চয় মহা পুরস্কার প্রদান করতাম।

-

তাফসীরে আহসানুল বায়ান