৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াতঃ ৪৫
৭৪:৪৫ وَ كُنَّا نَخُوۡضُ مَعَ الۡخَآئِضِیۡنَ ﴿ۙ۴۵﴾
و كنا نخوض مع الخآئضین ﴿۴۵﴾

‘আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে (বেহুদা আলাপে) মগ্ন থাকতাম’। আল-বায়ান

আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)। তাইসিরুল

এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম – মুজিবুর রহমান

And we used to enter into vain discourse with those who engaged [in it], Sahih International

৪৫. এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।

-

তাফসীরে জাকারিয়া

(৪৫) এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। [1]

[1] অর্থাৎ, অসার তর্ক-বিতর্কে এবং ভ্রষ্টতার সমর্থনে কথাবার্তায় বড়ই উদ্যমের সাথে অংশ নিতাম।

তাফসীরে আহসানুল বায়ান