৭৪:৩৬ نَذِیۡرًا لِّلۡبَشَرِ ﴿ۙ۳۶﴾
نذیرا للبشر ﴿۳۶﴾
মানুষের জন্য সতর্ককারীস্বরূপ। আল-বায়ান
মানুষের জন্য সতর্ককারী, তাইসিরুল
মানুষের জন্য সতর্ককারী। মুজিবুর রহমান
As a warning to humanity - Sahih International
৩৬. মানুষের জন্য সতর্ককারীস্বরূপ-
-
তাফসীরে জাকারিয়া(৩৬) মানুষের জন্য সতর্ককারী। [1]
[1] অর্থাৎ, এই জাহান্নাম সতর্ককারী। অথবা এই সতর্ককারী হলেন নবী (সাঃ) অথবা কুরআন মাজীদ। কেননা, কুরআন মাজীদও তার বর্ণিত অঙ্গীকার ও ধমকের মাধ্যমে মানুষের জন্য সতর্ককারী ও ভীতিপ্রদর্শনকারী।
তাফসীরে আহসানুল বায়ান