৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াতঃ ২০
৭৪:২০ ثُمَّ قُتِلَ كَیۡفَ قَدَّرَ ﴿ۙ۲۰﴾
ثم قتل كیف قدر ﴿۲۰﴾

তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল? আল-বায়ান

আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে! তাইসিরুল

আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল! মুজিবুর রহমান

Then may he be destroyed [for] how he deliberated. Sahih International

২০. তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল!

-

তাফসীরে জাকারিয়া

(২০) আবার ধ্বংস হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল! [1]

[1] এই বাক্যগুলো তার প্রতি বদ্দুআ স্বরূপ ব্যবহার করা হয়েছে। ধ্বংস হোক! বিনাশ হোক! এমন কথা সে চিন্তা করেছে?

তাফসীরে আহসানুল বায়ান