৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াতঃ ১৪
৭৪:১৪ وَّ مَهَّدۡتُّ لَهٗ تَمۡهِیۡدًا ﴿ۙ۱۴﴾
و مهدت لهٗ تمهیدا ﴿۱۴﴾

আর তার জন্য (জীবনকে) সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি। আল-বায়ান

এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। তাইসিরুল

এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ। মুজিবুর রহমান

And spread [everything] before him, easing [his life]. Sahih International

১৪. আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ—

-

তাফসীরে জাকারিয়া

(১৪) অতঃপর তাকে খুব প্রশস্ততা দিয়েছি। [1]

[1] অর্থাৎ, মাল-ধনে, নেতৃত্ব ও সর্দারীতে এবং বয়সে।

তাফসীরে আহসানুল বায়ান