৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াতঃ ৫০
৬৮:৫০ فَاجۡتَبٰهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿۵۰﴾
فاجتبه ربهٗ فجعلهٗ من الصلحین ﴿۵۰﴾

তারপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। আল-বায়ান

এভাবে তার প্রতিপালক তাকে বেছে নিলেন আর তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। তাইসিরুল

পুনরায় তার রাব্ব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। মুজিবুর রহমান

And his Lord chose him and made him of the righteous. Sahih International

৫০. অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

-

তাফসীরে জাকারিয়া

(৫০) পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন[1] এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।[2]

[1] এর অর্থ হল, তাঁকে সুস্থ ও সবল করে তুলে পুনরায় রিসালাত দানে ধন্য করে তাঁর জাতির নিকট প্রেরণ করা হল। যেমন, সূরা সাফফাত ১৪৬নং আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

[2] এই জন্য নবী (সাঃ) বলেছেন যে, ‘‘কোন ব্যক্তি যেন এ কথা না বলে যে, আমি ইউনুস ইবনে মাত্তা থেকেও উত্তম।’’ (মুসলিম, ফাযায়েল অধ্যায়) অধিক দ্রষ্টব্যঃ সূরা বাক্বারার ২৫৩নং আয়াতের টীকা।

তাফসীরে আহসানুল বায়ান