৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াতঃ ৩৭
৬৮:৩৭ اَمۡ لَكُمۡ كِتٰبٌ فِیۡهِ تَدۡرُسُوۡنَ ﴿ۙ۳۷﴾
ام لكم كتب فیه تدرسون ﴿۳۷﴾

তোমাদের কাছে কি কোন কিতাব আছে যাতে তোমরা পাঠ করছ? আল-বায়ান

তোমাদের কাছে কি (আল্লাহর নাযিলকৃত) কোন কিতাব আছে যা পড়ে তোমরা জানতে পার যে, তাইসিরুল

তোমাদের নিকট কি কোন কিতাব আছে যা তোমরা অধ্যয়ন কর – মুজিবুর রহমান

Or do you have a scripture in which you learn Sahih International

৩৭. তোমাদের কাছে কি কোন কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন কর—

-

তাফসীরে জাকারিয়া

(৩৭) তোমাদের নিকট কি কোন কিতাব আছে,[1] যা তোমরা অধ্যয়ন কর?

[1] যাতে এ কথা লেখা আছে, যার তোমরা দাবী করছ যে, সেখানেও তোমাদের জন্য তোমাদের পছন্দ মত সব কিছুই থাকবে?

তাফসীরে আহসানুল বায়ান