৫৫ সূরাঃ আর-রাহমান | Ar-Rahman | سورة الرحمن - আয়াতঃ ৬৪
৫৫:৬৪ مُدۡهَآ مَّتٰنِ ﴿ۚ۶۴﴾
مدهآ متن ﴿۶۴﴾

জান্নাত দু’টি গাঢ় সবুজ। আল-বায়ান

ঘন সবুজ এ বাগান দু’টো। তাইসিরুল

ঘন সবুজ এ উদ্যানটি দু’টি। মুজিবুর রহমান

Dark green [in color]. Sahih International

৬৪. ঘন সবুজ এ উদ্যান দুটি।(১)

(১) ঘন সবুজের কারণে যে কালো রঙ দৃষ্টিগোচর হয়, তাকে ادهمام বলা হয়। অর্থাৎ এই উদ্যানদ্বয়ের ঘন সবুজতা এদের কালোমত হওয়ার কারণ হবে। [কুরতুবী; ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৬৪) কৃষ্ণবরণ ঘন সবুজ এ (জান্নাতের) বাগান দুটি; [1]

[1] অত্যধিক সতেজ ও ঘন সবুজ হওয়ার কারণে তা কালো মত দেখাবে।

তাফসীরে আহসানুল বায়ান