৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াতঃ ২৬
৫৪:২৬ سَیَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡكَذَّابُ الۡاَشِرُ ﴿۲۶﴾
سیعلمون غدا من الكذاب الاشر ﴿۲۶﴾

আগামী দিন তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, অহঙ্কারী। আল-বায়ান

আগামীকালই তারা জানতে পারবে কে বড়ই মিথ্যুক, দাম্ভিক তাইসিরুল

আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক। মুজিবুর রহমান

They will know tomorrow who is the insolent liar. Sahih International

২৬. আগামী কাল ওরা অবশ্যই জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।

-

তাফসীরে জাকারিয়া

(২৬) আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক। [1]

[1] এরাই রসূলের উপর মিথ্যা অপবাদ আরোপকারী, নাকি স্বালেহ? যাঁকে মহান আল্লাহ অহী ও নবুঅত দানে ধন্য করেছেন। غَدًا আগামীকাল বলতে কিয়ামতের দিন অথবা দুনিয়াতে তাদের জন্য আযাবের নির্দিষ্ট দিন।

তাফসীরে আহসানুল বায়ান