৫৪:২৩ كَذَّبَتۡ ثَمُوۡدُ بِالنُّذُرِ ﴿۲۳﴾
كذبت ثمود بالنذر ﴿۲۳﴾
সামূদ জাতিও সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল। আল-বায়ান
সামূদ জাতিও ভয়প্রদর্শনকারীদেরকে অস্বীকার করেছিল, তাইসিরুল
সামূদ সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল। মুজিবুর রহমান
Thamud denied the warning Sahih International
২৩. সামূদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল,
-
তাফসীরে জাকারিয়া(২৩) সামূদ সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল;
-
তাফসীরে আহসানুল বায়ান