৫২ : ৩৬  
  اَمۡ خَلَقُوا السَّمٰوٰتِ  وَ الۡاَرۡضَ ۚ بَلۡ  لَّا یُوۡقِنُوۡنَ ﴿ؕ۳۶﴾   
        
         
        
        
        
        
    ام خلقوا السموت  و الارض  بل  لا یوقنون ﴿۳۶﴾   
তারা কি আসমান ও যমীন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। আল-বায়ান
নাকি তারা আসমান ও যমীন সৃষ্টি করেছে? আসলে তারা নিশ্চিত বিশ্বাসী নয়। তাইসিরুল
না কি তারা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারাতো অবিশ্বাসী মুজিবুর রহমান
Or did they create the heavens and the earth? Rather, they are not certain. Sahih International
৩৬. নাকি তারা আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না।
-
তাফসীরে জাকারিয়া(৩৬) নাকি তারা আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা নিশ্চিত বিশ্বাস রাখে না। [1]
[1] বরং তারা আল্লাহর প্রতিশ্রুতি ও শাস্তির ব্যাপারে সন্দেহে পড়ে আছে।
তাফসীরে আহসানুল বায়ান