৫২ : ২৫  
  وَ اَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۲۵﴾   
        
         
        
        
        
        
    و اقبل بعضهم علی بعض یتسآءلون ﴿۲۵﴾   
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে, আল-বায়ান
তারা পরস্পরের নিকট এগিয়ে গিয়ে একে অপরকে জিজ্ঞেস করবে, তাইসিরুল
তারা একে অপরের দিকে মুখোমুখি জিজ্ঞসাবাদ করবে – মুজিবুর রহমান
And they will approach one another, inquiring of each other. Sahih International
২৫. আর তারা একে অন্যের দিকে ফিরে জিজ্ঞেস করবে,
-
তাফসীরে জাকারিয়া(২৫) তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে, [1]
[1] আপোসে তারা একে অপরকে দুনিয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করবে যে, তারা কোন্ অবস্থার মধ্যে জীবন-যাপন করত এবং ঈমান ও আমলের দাবীসমূহ কিভাবে পূরণ করত?
তাফসীরে আহসানুল বায়ান