৫২ সূরাঃ আত-তূর | At-Tur | سورة الطور - আয়াতঃ ১৭
৫২:১৭ اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّ نَعِیۡمٍ ﴿ۙ۱۷﴾
ان المتقین فی جنت و نعیم ﴿۱۷﴾

নিশ্চয় মুত্তাকীরা (থাকবে) জান্নাতে ও প্রাচুর্যে। আল-বায়ান

মুত্তাক্বীরা থাকবে জান্নাতে আর নি‘মাত সম্ভারের মাঝে, তাইসিরুল

মুত্তাকীরা থাকবে জান্নাতে ও ভোগ করবে বিলাস। মুজিবুর রহমান

Indeed, the righteous will be in gardens and pleasure, Sahih International

১৭. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে,

-

তাফসীরে জাকারিয়া

(১৭) আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও ভোগ-বিলাসে। [1]

[1] এখানে কাফের ও দুর্ভাগ্যবান লোকদের কথা আলোচনার পর ঈমানদার ও সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।

তাফসীরে আহসানুল বায়ান