৩৭ : ১৩৩  
  وَ  اِنَّ  لُوۡطًا لَّمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۳۳﴾ؕ   
        
         
        
        
        
        
    و  ان  لوطا لمن المرسلین ﴿۱۳۳﴾   
আর নিশ্চয় লূতও ছিল রাসূলদেরই একজন। আল-বায়ান
লূতও ছিল অবশ্যই রসূলদের একজন। তাইসিরুল
লূত ছিল রাসূলদের একজন। মুজিবুর রহমান
And indeed, Lot was among the messengers. Sahih International
১৩৩. আর নিশ্চয় লুত ছিলেন রাসূলদের একজন।
-
তাফসীরে জাকারিয়া(১৩৩) নিশ্চয় লূতও ছিল রসূলদের একজন।
-
তাফসীরে আহসানুল বায়ান