৩৭:১০৪ وَ نَادَیۡنٰهُ اَنۡ یّٰۤاِبۡرٰهِیۡمُ ﴿۱۰۴﴾ۙ
و نادینه ان یابرهیم ﴿۱۰۴﴾
তখন আমি তাকে আহবান করে বললাম, ‘হে ইবরাহীম, আল-বায়ান
তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম! তাইসিরুল
তখন আমি তাকে আহবান করে বললামঃ হে ইবরাহীম – মুজিবুর রহমান
We called to him, "O Abraham, Sahih International
১০৪. তখন আমরা তাকে ডেকে বললাম, হে ইবরাহীম!
-
তাফসীরে জাকারিয়া(১০৪) তখন আমি ডেকে বললাম, ‘হে ইব্রাহীম!
-
তাফসীরে আহসানুল বায়ান