৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৮৮
৩৭:৮৮ فَنَظَرَ نَظۡرَۃً فِی النُّجُوۡمِ ﴿ۙ۸۸﴾
فنظر نظرۃ فی النجوم ﴿۸۸﴾

অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল। আল-বায়ান

অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল) তাইসিরুল

অতঃপর সে একবার তারকারাজির দিকে একবার তাকালো। মুজিবুর রহমান

And he cast a look at the stars Sahih International

৮৮. অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন,

-

তাফসীরে জাকারিয়া

(৮৮) অতঃপর ইব্রাহীম তারকারাজির দিকে একবার তাকাল

-

তাফসীরে আহসানুল বায়ান