৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৮৫
৩৭:৮৫ اِذۡ قَالَ لِاَبِیۡهِ وَ قَوۡمِهٖ مَاذَا تَعۡبُدُوۡنَ ﴿ۚ۸۵﴾
اذ قال لابیه و قومهٖ ماذا تعبدون ﴿۸۵﴾

যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা কিসের ইবাদত কর’? আল-বায়ান

সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কিসের ‘ইবাদাত কর? তাইসিরুল

যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলঃ তোমরা কিসের পূজা করছ? মুজিবুর রহমান

[And] when he said to his father and his people, "What do you worship? Sahih International

৮৫. যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কিসের ইবাদাত করছ?

-

তাফসীরে জাকারিয়া

(৮৫) সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিল, ‘তোমরা কিসের পূজা করছ?

-

তাফসীরে আহসানুল বায়ান