৩৭:৮০ اِنَّا كَذٰلِكَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۸۰﴾
انا كذلك نجزی المحسنین ﴿۸۰﴾
নিশ্চয় এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। আল-বায়ান
সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। তাইসিরুল
এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। মুজিবুর রহমান
Indeed, We thus reward the doers of good. Sahih International
৮০. নিশ্চয় আমরা এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি,
-
তাফসীরে জাকারিয়া(৮০) এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি; [1]
[1] অর্থাৎ, যেরূপ নূহ (আঃ)-এর দু’আ কবুল করে তার বংশধরকে বাকী রেখে এবং পরবর্তী প্রজন্মে তার সুনাম বাকী রেখে আমি নূহ (আঃ)-কে সম্মানিত করেছি, অনূরূপ যে কেউ নিজ কথা ও কর্মে সৎপরায়ণ হবে এবং তাতে সে সুদৃঢ় ও প্রসিদ্ধ হবে, তার সাথেও আমি ঐ ব্যবহার করব।
তাফসীরে আহসানুল বায়ান