৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৭৮
৩৭:৭৮ وَ تَرَكۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ ﴿۫ۖ۷۸﴾
و تركنا علیه فی الاخرین ﴿۷۸﴾

আর পরবর্তীদের মধ্যে তার জন্য (সুখ্যাতি) রেখে দিয়েছিলাম। আল-বায়ান

আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। তাইসিরুল

আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি। মুজিবুর রহমান

And left for him [favorable mention] among later generations: Sahih International

৭৮. আর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখেছি।

-

তাফসীরে জাকারিয়া

(৭৮) আমি তা পরবর্তীদের স্মরণে রেখেছি, [1]

[1] অর্থাৎ, কিয়ামত পর্যন্ত আগমনকারী মু’মিনদের মাঝে আমি নূহ (আঃ)-এর সুনাম বাকী রেখেছি। তারা নূহ (আঃ)-এর প্রতি সালাম পাঠ করছে ও করবে।

তাফসীরে আহসানুল বায়ান