৩৭:৭১ وَ لَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ اَكۡثَرُ الۡاَوَّلِیۡنَ ﴿ۙ۷۱﴾
و لقد ضل قبلهم اكثر الاولین ﴿۷۱﴾
আর নিশ্চয় এদের পূর্বে প্রাথমিক যুগের মানুষের বেশীরভাগই পথভ্রষ্ট হয়েছিল। আল-বায়ান
এদের আগের লোকেদের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। তাইসিরুল
তাদের আগেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল। মুজিবুর রহমান
And there had already strayed before them most of the former peoples, Sahih International
৭১. আর অবশ্যই তাদের আগে পূর্ববর্তীদের বেশীর ভাগ বিপথগামী হয়েছিল,
-
তাফসীরে জাকারিয়া(৭১) ওদের পূর্বেও অধিকাংশ পূর্ববর্তীরা বিপথগামী হয়েছিল, [1]
[1] অর্থাৎ, শুধু এরাই পথভ্রষ্ট হয়নি, বরং তাদের পূর্ববর্তী অধিকাংশ মানুষই পথভ্রষ্ট ছিল।
তাফসীরে আহসানুল বায়ান