৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৬১
৩৭:৬১ لِمِثۡلِ هٰذَا فَلۡیَعۡمَلِ الۡعٰمِلُوۡنَ ﴿۶۱﴾
لمثل هذا فلیعمل العملون ﴿۶۱﴾

এরূপ সাফল্যের জন্যই ‘আমলকারীদের আমল করা উচিত। আল-বায়ান

এ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত। তাইসিরুল

এরূপ সাফল্যের জন্য সাধকদের উচিৎ সাধনা করা। মুজিবুর রহমান

For the like of this let the workers [on earth] work. Sahih International

৬১. এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা,

-

তাফসীরে জাকারিয়া

(৬১) এরূপ সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত, [1]

[1] অর্থাৎ, এরূপ নিয়ামত ও এরূপ মহা অনুগ্রহের জন্যই মেহনতকারীদের মেহনত করা দরকার। কারণ এটাই সব থেকে বেশী লাভদায়ক ব্যবসা। ঐ ব্যবসা নয়; যা পৃথিবীর জন্য ক্ষণেকের এবং নোকসানের সওদা।

তাফসীরে আহসানুল বায়ান