৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৫০
৩৭:৫০ فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۵۰﴾
فاقبل بعضهم علی بعض یتسآءلون ﴿۵۰﴾

অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে। আল-বায়ান

অতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে। তাইসিরুল

তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। মুজিবুর রহমান

And they will approach one another, inquiring of each other. Sahih International

৫০. অতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে

-

তাফসীরে জাকারিয়া

(৫০) তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। [1]

[1] জান্নাতী ব্যক্তিগণ জান্নাতে আপোসে বসে পৃথিবীর ঘটনাসমূহ স্মরণ করবে এবং একে অপরকে শোনাবে।

তাফসীরে আহসানুল বায়ান