৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৩৯
৩৭:৩৯ وَ مَا تُجۡزَوۡنَ اِلَّا مَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿ۙ۳۹﴾
و ما تجزون الا ما كنتم تعملون ﴿۳۹﴾

আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। আল-বায়ান

তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’ তাইসিরুল

এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। মুজিবুর রহমান

And you will not be recompensed except for what you used to do - Sahih International

৩৯. এবং তোমরা যা করতে তারই প্ৰতিফল পাবে—

-

তাফসীরে জাকারিয়া

(৩৯) এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল ভোগ করবে,[1]

[1] যখন জাহান্নামীরা দাঁড়িয়ে একে অপরকে জিজ্ঞাসা করবে, তখন এই বাক্য তাদেরকে বলা হবে এবং সাথে সাথে এটাও পরিষ্কার করে বলে দেওয়া হবে যে, এটা যুলম নয়; বরং প্রকৃত ইনসাফ। কারণ এসব তোমাদের কুকর্মের প্রতিফল।

তাফসীরে আহসানুল বায়ান