৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৩৪
৩৭:৩৪ اِنَّا كَذٰلِكَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ ﴿۳۴﴾
انا كذلك نفعل بالمجرمین ﴿۳۴﴾

অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি। আল-বায়ান

অপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি। তাইসিরুল

অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি। মুজিবুর রহমান

Indeed, that is how We deal with the criminals. Sahih International

৩৪. নিশ্চয় আমরা অপরাধীদের সাথে এরূপ করে থাকি।

-

তাফসীরে জাকারিয়া

(৩৪) অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি। [1]

[1] অর্থাৎ, সর্বপ্রকার পাপীষ্ঠদের সাথে এটাই আমার ব্যবহার। সুতরাং এখন তারা সকলে আমার শাস্তি ভোগ করতে থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান