৩৬:৫৫ اِنَّ اَصۡحٰبَ الۡجَنَّۃِ الۡیَوۡمَ فِیۡ شُغُلٍ فٰكِهُوۡنَ ﴿ۚ۵۵﴾
ان اصحب الجنۃ الیوم فی شغل فكهون ﴿۵۵﴾
নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। আল-বায়ান
সে দিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। তাইসিরুল
এ দিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে। মুজিবুর রহমান
Indeed the companions of Paradise, that Day, will be amused in [joyful] occupation - Sahih International
৫৫. এ দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে,
-
তাফসীরে জাকারিয়া(৫৫) এ দিন বেহেশ্তিগণ আনন্দে মগ্ন থাকবে, [1]
[1] فَاكِهُوْنَ এর অর্থ হল فَارِحُوْنَ আনন্দিত, স্বাচ্ছন্দ্যশীল।
তাফসীরে আহসানুল বায়ান