২৬:১৯৬ وَ اِنَّهٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ ﴿۱۹۶﴾
و انهٗ لفی زبر الاولین ﴿۱۹۶﴾
আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে। আল-বায়ান
পূর্ববর্তী কিতাবসমূহেও নিশ্চয় এর উল্লেখ আছে। তাইসিরুল
পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ রয়েছে। মুজিবুর রহমান
And indeed, it is [mentioned] in the scriptures of former peoples. Sahih International
১৯৬. আর পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে।
-
তাফসীরে জাকারিয়া(১৯৬) পূর্ববর্তী গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। [1]
[1] অর্থাৎ, যেমন শেষ নবীর আগমন বার্তা ও তাঁর সুন্দর চারিত্রিক গুণাবলীর বর্ণনা পূর্বের ধর্মগ্রন্থসমূহে রয়েছে। অনুরূপ কুরআন অবতীর্ণ হওয়ার সুসংবাদও পূর্বের কিতাবসমূহে দেওয়া হয়েছিল। এর অন্য একটি অর্থ হল, সমস্ত শরীয়তের অভিন্ন বিধি-বিধানের দিক দিয়ে এই কুরআন মাজীদ পূর্বের কিতাবসমূহেও মওজুদ রয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান