২৬:১৯৪ عَلٰی قَلۡبِكَ لِتَكُوۡنَ مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۱۹۴﴾
علی قلبك لتكون من المنذرین ﴿۱۹۴﴾
তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। আল-বায়ান
তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। তাইসিরুল
তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পার। মুজিবুর রহমান
Upon your heart, [O Muhammad] - that you may be of the warners - Sahih International
১৯৪. আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।
-
তাফসীরে জাকারিয়া(১৯৪) তোমার হৃদয়ে, [1] যাতে তুমি সতর্ককারী হতে পারো। [2]
[1] বিশেষভাবে এখানে হৃদয়ের কথা বর্ণিত হয়েছে। কারণ ইন্দ্রীয়সমূহের মধ্যে সব থেকে হৃদয়ই অধিক অনুধাবন ও ধারণ ক্ষমতার অধিকারী।
[2] এটি হল কুরআন অবতীর্ণ হওয়ার কারণ।
তাফসীরে আহসানুল বায়ান