২৬:১৮৮ قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۸۸﴾
قال ربی اعلم بما تعملون ﴿۱۸۸﴾
সে বলল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত’। আল-বায়ান
শু‘আয়ব বলল- ‘তোমরা যা কর, আমার প্রতিপালক সে সম্পর্কে বেশি অবগত।’ তাইসিরুল
সে বললঃ আমার রাব্ব ভাল জানেন, যা তোমরা কর। মুজিবুর রহমান
He said, "My Lord is most knowing of what you do." Sahih International
১৮৮. তিনি বললেন, আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।
-
তাফসীরে জাকারিয়া(১৮৮) সে বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর।’ [1]
[1] অর্থাৎ, তোমরা যা কিছু কুফর ও শিরক করছ, মহান আল্লাহ তা প্রত্যক্ষ করছেন। আর তিনিই তার প্রতিদান দেবেন। যদি চান তাহলে পৃথিবীতেই দিয়ে দেবেন। আযাব ও শাস্তি তারই এখতিয়ারভুক্ত।
তাফসীরে আহসানুল বায়ান