২৬:১৮২ وَ زِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ﴿۱۸۲﴾ۚ
و زنوا بالقسطاس المستقیم ﴿۱۸۲﴾
‘আর সঠিক দাঁড়ি পাল্লায় ওজন কর’। আল-বায়ান
সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। তাইসিরুল
এবং তোমরা ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। মুজিবুর রহমান
And weigh with an even balance. Sahih International
১৮২. এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায়।
-
তাফসীরে জাকারিয়া(১৮২) আর সঠিক দাঁড়িপাল্লায় ওজন কর। [1]
[1] অনুরূপ ওজন করার সময় দাঁড়ি মারবে না বরং পূর্ণ ও সঠিক ওজন করো।
তাফসীরে আহসানুল বায়ান