২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াতঃ ১২২
২৬:১২২ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۲۲﴾
و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۲۲﴾

আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আল-বায়ান

তোমার প্রতিপালক, অবশ্যই তিনি প্রবল পরাক্রান্ত, পরম দয়ালু। তাইসিরুল

এবং তোমার রাব্ব, তিনিতো পরাক্রমশালী, দয়ালু। মুজিবুর রহমান

And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful. Sahih International

১২২. আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

-

তাফসীরে জাকারিয়া

(১২২) আর নিশ্চয়ই তোমার প্রতিপালক, তিনিই পরাক্রমশালী, পরম দয়ালু।

-

তাফসীরে আহসানুল বায়ান