২৬:১২০ ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِیۡنَ ﴿۱۲۰﴾ؕ
ثم اغرقنا بعد البقین ﴿۱۲۰﴾
তারপর বাকীদের ডুবিয়ে দিলাম। আল-বায়ান
তারপর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম। তাইসিরুল
অতঃপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। মুজিবুর রহমান
Then We drowned thereafter the remaining ones. Sahih International
১২০. এরপর আমরা বাকী সবাইকে ডুবিয়ে দিলাম।
-
তাফসীরে জাকারিয়া(১২০) তারপর অবশিষ্ট সকলকে ডুবিয়ে দিলাম।[1]
[1] এর বিস্তারিত আলোচনা কিছু পার হয়ে গেছে, আর কিছু পরবর্তীতে আসবে। নূহ (আঃ) ৯৫০ বছর দাওয়াতের কাজ করা সত্ত্বেও তাঁর জাতির লোক অসৎ ব্যবহার ও বিমুখতার উপরেই কায়েম থাকল। পরিশেষে নূহ (আঃ) অভিশাপ করলেন। আল্লাহ কিশ্তী তৈরী করার ও তাতে ঈমানদার মানুষ, জীব-জন্তু ও প্রয়োজনীয় মালপত্র তুলে নেওয়ার আদেশ দিলেন। আর এভাবে ঈমানদারদের বাঁচিয়ে নিয়ে অন্যদেরকে -- এমন কি তার স্ত্রী-পুত্রকেও, যারা ঈমান আনেনি -- ডুবিয়ে মেরে ফেলা হল।
তাফসীরে আহসানুল বায়ান