২৬ : ৬৭  
  اِنَّ  فِیۡ  ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ  اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۶۷﴾   
        
         
        
        
        
        
    ان  فی  ذلك لایۃ  و ما كان  اكثرهم مؤمنین ﴿۶۷﴾   
নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন নয়। আল-বায়ান
এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না। তাইসিরুল
এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়। মুজিবুর রহমান
Indeed in that is a sign, but most of them were not to be believers. Sahih International
৬৭. এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
-
তাফসীরে জাকারিয়া(৬৭) এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাসী নয়। [1]
[1] যদিও এই ঘটনা একটি বড় নিদর্শন, যাতে আল্লাহর সাহায্য ও সহযোগিতার স্পষ্ট প্রমাণ রয়েছে, তবুও অধিকাংশ মানুষ তা শুনে ঈমান আনার নয়।
তাফসীরে আহসানুল বায়ান