৩ : ১  
  الٓمَّٓ  ۙ﴿۱﴾  
        
         
        
        
        
        
    الٓمٓ  ﴿۱﴾  
আলিফ-লাম-মীম। আল-বায়ান
আলিফ-লাম-মীম। তাইসিরুল
আলিফ, লাম, মীম। মুজিবুর রহমান
Alif, Lam, Meem. Sahih International
১. আলিফ-লাম-মীম(১),
(১) এগুলোকে হুরূফে মুকাত্তা’আত বলে। যার আলোচনা সূরা বাকারার প্রথমে চলে গেছে।
তাফসীরে জাকারিয়া(১) আলিফ লা-ম মী-ম।
-
তাফসীরে আহসানুল বায়ান