১৮ : ৩  
  مَّاكِثِیۡنَ فِیۡهِ اَبَدًا ۙ﴿۳﴾   
        
         
        
        
        
        
    ماكثین فیه ابدا ﴿۳﴾   
তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। আল-বায়ান
তাতে তারা চিরকাল থাকবে। তাইসিরুল
যেখানে তারা হবে চিরস্থায়ী – মুজিবুর রহমান
In which they will remain forever Sahih International
৩. যাতে তারা স্থায়ীভাবে অবস্থান করবে,
-
তাফসীরে জাকারিয়া(৩) যেখানে তারা চিরস্থায়ী হবে।
-
তাফসীরে আহসানুল বায়ান