১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | سورة الحجر - আয়াতঃ ৯৬
১৫:৯৬ الَّذِیۡنَ یَجۡعَلُوۡنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۹۶﴾
الذین یجعلون مع الله الها اخر ۚ فسوف یعلمون ۹۶

যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্ধারণ করে। অতএব তারা অচিরেই জানতে পারবে। আল-বায়ান

যারা আল্লাহর সাথে অন্যকেও ইলাহ বানিয়ে নিয়েছে, (কাজেই শিরকের পরিণতি কী) শীঘ্রই তারা জানতে পারবে। তাইসিরুল

যারা আল্লাহর সাথে অপর মা‘বূদ প্রতিষ্ঠা করেছে। এবং শীঘ্রই তারা জানতে পারবে! মুজিবুর রহমান

Who make [equal] with Allah another deity. But they are going to know. Sahih International

৯৬. যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্ধারণ করে। কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।

-

তাফসীরে জাকারিয়া

(৯৬) যারা আল্লাহর সাথে অপর উপাস্য প্রতিষ্ঠা করে। সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে।

-

তাফসীরে আহসানুল বায়ান