১০১ সূরাঃ আল-কারি'আ | Al-Qari'a | سورة القارعة - আয়াত নং - ১০ - মাক্কী

১০১ : ১০ وَ مَاۤ اَدۡرٰىکَ مَا هِیَهۡ ﴿ؕ۱۰﴾

আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কী? আল-বায়ান

তুমি কি জান তা কী? তাইসিরুল

ওটা কি, তা কি তুমি জান? মুজিবুর রহমান

And what can make you know what that is? Sahih International

১০. আর আপনাকে কিসে জানাবে সেটা কী?

-

তাফসীরে জাকারিয়া

১০। কিসে তোমাকে জানাল, তা কি? [1]

[1] এখানে জাহান্নামের ভয়াবহতা এবং আযাবের কঠিনতাকে বোঝানোর জন্য প্রশ্নবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। তা মানুষের কল্পনা ও ধারণার বাইরে। মানুষের জ্ঞান-বিজ্ঞান তা আয়ত্ত করতে এবং তার প্রকৃতত্বকে জানতে অক্ষম।

তাফসীরে আহসানুল বায়ান