৯২ সূরাঃ আল-লাইল | Al-Lail | سورة الليل - আয়াত নং - ২০ - মাক্কী

৯২ : ২০ اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰی ﴿ۚ۲۰﴾

কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। আল-বায়ান

একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়। তাইসিরুল

বরং শুধু তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়, মুজিবুর রহমান

But only seeking the countenance of his Lord, Most High. Sahih International

২০. শুধু তার মহান রবের সস্তুষ্টির প্ৰত্যাশায়;

-

তাফসীরে জাকারিয়া

২০। কেবল তার মহান পালনকর্তার মুখমন্ডল (দর্শন বা সন্তুষ্টি) লাভের প্রত্যাশায়।[1]

[1] বরং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে তাঁর দর্শন পাবার জন্য খরচ করে।

তাফসীরে আহসানুল বায়ান