৮৯ সূরাঃ আল-ফাজর | Al-Fajr | سورة الفجر - আয়াত নং - ২৫ - মাক্কী

৮৯ : ২৫ فَیَوۡمَئِذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ﴿ۙ۲۵﴾

অতঃপর সেদিন তাঁর আযাবের মত আযাব কেউ দিতে পারবে না। আল-বায়ান

অতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না তাইসিরুল

সেই দিন তাঁর শাস্তির মত শাস্তি কেহ দিতে পারবেনা, মুজিবুর রহমান

So on that Day, none will punish [as severely] as His punishment, Sahih International

২৫. সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না,

-

তাফসীরে জাকারিয়া

২৫। সেদিন তাঁর (আল্লাহর) শাস্তির মত শাস্তি অন্য কেউ দিতে পারবে না।

-

তাফসীরে আহসানুল বায়ান