৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ২০ - মাক্কী

৭৯ : ২০ فَاَرٰىهُ الۡاٰیَۃَ الۡكُبۡرٰی ﴿۫ۖ۲۰﴾

অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল। আল-বায়ান

অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল। তাইসিরুল

অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো। মুজিবুর রহমান

And he showed him the greatest sign, Sahih International

২০. অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন।(১)

(১) বড় নিদর্শন বলতে সবগুলো মুজিযা উদ্দেশ্য হতে পারে। আবার লাঠির অজগর হয়ে যাওয়া এবং হাত শুভ্র হওয়ার কথাও বুঝানো হতে পারে। [কুরতুবী, মুয়াস্‌সার]

তাফসীরে জাকারিয়া

২০। অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখাল। [1]

[1] অর্থাৎ, নিজের সত্যতার জন্য সেই সকল প্রমাণ পেশ করলেন, যা তিনি আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছিলেন। কেউ কেউ বলেন, ‘মহা নিদর্শন’-এর উদ্দেশ্য হল সেই মু’জিযা (অলৌকিক বস্তু)সমূহ যা মূসা (আঃ)-কে দান করা হয়েছিল। যেমন, হাতের শুভ্রতা এবং লাঠি। আবার কারো কারো মতে উদ্দেশ্য হল, তাঁকে দেওয়া নয়টি নিদর্শন।

তাফসীরে আহসানুল বায়ান