৭৭ সূরাঃ আল-মুরসালাত | Al-Mursalat | سورة المرسلات - আয়াত নং - ১৪ - মাক্কী

৭৭ : ১৪ وَ مَاۤ اَدۡرٰىكَ مَا یَوۡمُ الۡفَصۡلِ ﴿ؕ۱۴﴾

আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী? আল-বায়ান

সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে? তাইসিরুল

বিচার দিন সম্বন্ধে তুমি জান কি? মুজিবুর রহমান

And what can make you know what is the Day of Judgement? Sahih International

১৪. আর আপনাকে কিসে জানাবে বিচার দিন কী?

-

তাফসীরে জাকারিয়া

(১৪) কিসে তোমাকে জানাল, ফায়সালা দিবস কি?

-

তাফসীরে আহসানুল বায়ান