৭৫ সূরাঃ আল-ক্বিয়ামাহ | Al-Qiyama | سورة القيامة - আয়াত নং - ৩৭ - মাক্কী

৭৫ : ৩৭ اَلَمۡ یَكُ نُطۡفَۃً مِّنۡ مَّنِیٍّ یُّمۡنٰی ﴿ۙ۳۷﴾

সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়? আল-বায়ান

(তার মৃত্যুর পর আল্লাহ পুনরায় তাকে জীবিত করতে পারবেন না সে এটা কী ভাবে ধারণা করছে?) সে কি (মায়ের গর্ভে) নিক্ষিপ্ত শুক্রবিন্দু ছিল না? তাইসিরুল

সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা? মুজিবুর রহমান

Had he not been a sperm from semen emitted? Sahih International

৩৭. সে কি বীর্যের স্খলিত শুক্রবিন্দু ছিল না?

-

তাফসীরে জাকারিয়া

(৩৭) সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না?

-

তাফসীরে আহসানুল বায়ান