৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াত নং - ৫০ - মাক্কী

৭৪ : ৫০ كَاَنَّهُمۡ حُمُرٌ مُّسۡتَنۡفِرَۃٌ ﴿ۙ۵۰﴾

তারা যেন ভীত-সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা। আল-বায়ান

তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা, তাইসিরুল

তারা যেন ভীত- সন্ত্রস্থ গর্দভ – মুজিবুর রহমান

As if they were alarmed donkeys Sahih International

৫০. তারা যেন ভীত-সন্ত্রস্ত হয়ে পলায়নরত একপাল গাধা—

-

তাফসীরে জাকারিয়া

(৫০) তারা যেন ভীত-সন্ত্রস্ত গর্দভ

-

তাফসীরে আহসানুল বায়ান